বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
ফিরলেন মাহমুদউল্লাহ-মিরাজ
ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচ থেকে বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে দলে ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। বাদ পড়েছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। আবু জায়েদ রাহীর স্কোয়াডে থেকেও এই বিশ্বকাপে কোনো ম্যাচ খেলা হলো না।
টস
টস জিতে ব্যাটিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। লন্ডনের লর্ডসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
শেষটা রাঙানোর সুযোগ
ভারতের কাছে হারের পরই বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই নিয়মরক্ষার, মর্যাদার। তবে শেষটা জয়ে রাঙানোর সুযোগও।দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে হারানোর পর এবার পাকিস্তানকে হারালে প্রথমবারের মতো এক বিশ্বকাপে চার ম্যাচ জিতবে বাংলাদেশ।
পাকিস্তানের জন্যও ম্যাচটা আনুষ্ঠানিকতা বলা যায়।নিউজিল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করার পরই পাকিস্তানের শেষ চারের আশা প্রায় নিভে গেছে।নেট রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শেষ চারে যেতে হলে পাকিস্তানকে আজ জিততে হবে বিশাল ব্যবধানে
যেমন আগে ব্যাট করে ৩৫০ রান করলে পাকিস্তানকে জিততে হবে ৩১১ রানে, ৪০০ রান করলে জিততে হবে ৩১৬ রানে, ৪৫০ রান করলে জিততে হবে ৩২১ রানে। আর পাকিস্তান টস হেরে বোলিং পেলে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগেই লাহোর-করাচির টিকিট কাটতে হবে তাদের!
বিশ্বকাপে এর আগে একবারই দেখা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। ১৯৯৯ সালে নর্দাম্পটনে নিজেদের প্রথম বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল বাংলাদেশ। পরের চার বিশ্বকাপে দুই দলের আর দেখা হয়নি। ২০ বছর পর আবার ইংল্যান্ডেই দেখা হচ্ছে।