Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে জামাত-শিবিরের বিরুদ্ধে স্বাচিপ’র অভিযোগ

জামাত- শিবিরের বিরুদ্ধে দেশের বাইরে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), জাপান শাখার।

১৫ ই আগস্ট নিয়ে জামাত নেতার বিরুপ মন্তব্যের প্রতিবাদ করায় স্বাচিপ জাপান শাখার সদস্য সচিব ডাঃ মারুফ হক খান কে এবং খবর প্রকাশ করায় সংবাদ প্রতিনিধি নাদিম মাহমুদকে জামাত-শিবির কর্তৃক প্রাণ নাশের হুমকির প্রতিবাদে আহ্বায়ক ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ খান (টুটুল) এবং ডাঃ তাজবির আহমেদ স্বাচিপ জাপান শাখার পক্ষ থেকে জাপান দূতাবাসের মাধম্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করে!


এখানে উল্লেখ্য যে, শোকাবহ ১৫ই আগস্ট নিয়ে জামাত নেতার বিরুপ মন্তব্য এবং অপপ্রচারের বিরুদ্ধে স্বাচিপ জাপান শাখার সকল নেতৃবৃন্দ তাৎক্ষনিক প্রতিবাদ জানায়!

Exit mobile version