নিজস্ব প্রতিবেদক: জাপানে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল রবিবার তোচিগি সিটিতে বাংলাদেশী কমিনিউটির আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক বাঙালি পরিবার নানান সাজে উপস্থিত হয়ে আনন্দে মেতে উঠে সবাই।
গোলাম মোস্তফা এবং নীল আকাশ সুমনার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন স্বরলিপি কালচারাল অ্যাকাডেমী, টোকিও।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাদশা খান এবং জাকির হোসেন। আয়োজনের মধ্যে আরো ছিল বাচ্চাদের প্রতিযোগিতা, নাচ-গান ও নাটক।
বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কবি রওনক জাহান, সংগীত শিল্পী শাম্মী আক্তার বাবলী ও লেখক কামরুল আহসান জুয়েলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ক্রেস্ট দেওয়া হয় নাবা এবং বারাই পূজাকে। অনুষ্ঠানে নৃত্যের মধ্য দিয়ে সবার মন মাতিয়ে তোলেন নাবা এবং বারাই পূজা।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন গোলাম মোস্তফা, বাদশা খান ও সোহাগ।
অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক নাসিরুল হাকিম, নান্নু ইসলাম, খোন্দকার আসলাম হিরা, রেজা মীর এবং আব্দুর রাজ্জাকসহ কয়েকশত বাংলাদেশি।