যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি।
২৫ সেপ্টেম্বর রোববার বিকেলে রাজধানী টোকিওর আকাবানে বিভিও হলে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির সদস্য লাজুহাসান লাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক সামসুল আলম ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বঙ্গবন্ধুর আদর্শ, কর্মময় জীবন এবং ১৫ ও ২১ আগষ্টের বিভীষিকাময় সময়ের বর্ণনা দেন বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবলীগের সভাপতি বিএম শাজাহান, জাপান আওয়ামীলীগের সদস্য এমডি আলাউদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মির হোসেন মিলন, সহসভাপতি তোফায়েল আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহিলালীগের আহ্বায়ক লাভলী মোস্তফা, কৃষকলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, সোহেল খান, আশিকুল ইসলাম, শাজাহান চেীধুরি সাজু, নাসিমুল ইসলাম হেলাল, রাইসুল ইসলাম রকি, সুমন ফকির, সুমন্ত মজুমদার, আমান, তরিকুল ইসলাম, পাটোয়ারিসহ সহযোগী সংগঠনের নেতারা।