Site icon দ্বিপ্রহর ডট কম

সাকুরা জেবি ফাউন্ডেশন সংগীতানুষ্ঠান ও জাদু প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাপানে সাকুরা জেবি ফাউন্ডেশন সংগীতানুষ্ঠান ও জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জাপান থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে এ সংগীনুষ্ঠান ও জাদু প্রদর্শনীর আয়োজন করে অলাভজনক সংগঠন সাকুরা জেবি ফাউন্ডেশন, জাপান।

সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী রুক্সি আহমেদ, খালিদ হাসান মিলুর উত্তরসূরী প্রতিক হাসান এবং জাদুশিল্পী, কেীতুক অভিনেতা প্রিন্স আলমগীর গানে গানে মাতিয়ে তুলে টোকিওবাসীদের।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন, সংগঠনটির চেয়ারম্যান সাকুরা মাসুদ। যারা অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি শিশুদের কল্যাণে গঠিত এ সংগঠন ভবিষ্যতে সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভালো কিছু উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ববিতা পোদ্দার, তানিয়া মিথুন এবং শাওনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, জাপানে অবস্থিত বাংলা ব্যান্ডদল ঝিঁঝিঁপোকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের লেভার কাউন্সিলর জাকির হোসেন।

এসময় বাংলাদেশি কমিউনিটির দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। সবাই নাচে-গানে মেতে ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে।

আব্দুল্লাহ আল মামুন/টোকিও

Exit mobile version