সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল দেশে পাঠানো হচ্ছে মোহাম্মদ সিয়ামের মরদেহ, জানিয়েছেন গত তিনদিন যাবত তার পাশে থাকা বন্ধু তানভির হোসেন পরশ।
তিনি জানান, সিয়াম যে স্কুলে পড়াশোনা করতো সে স্কুলেরই সভাপতি আপাতত সমস্ত খরচ বহন করছে। এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। তবে এই টাকা পরিশোধ করতে হবে। যার জন্য কমিউনিটির সবাইকে একযোগে কাজ করার জন্য অনুরোধ করেন তিনি।
বাংলাদেশ দূতাবাস থেকে কোনো সহযোগিতা করছে কিনা এবিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, দূতাবাস যোগাযোগ করেছে এবং কিভাবে কি করছি সমস্ত বিষয় জানতে চেয়েছে। তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিয়ামের মরদেহ সাইতামার কানতো নোশিনকেই গেকা’ নামে একটি হাসপাতালেই আছে।
জানা গেছে, গতকাল রাতে সাইতামার “কানতো নোশিনকেই গেকা’ নামে একটি হাসপাতালে মোহাম্মদ সিয়াম মারা যায়। তার বাড়ী গাজীপুরে। এক বছর আগে সে জাপানে পড়াশোনা করতে এসেছিল। তার বয়স ২২ বৎসর। প্রায় ২ সপ্তাহ আগে সে বাংলাদেশ থেকে এসেছে। এসেই মাথায় অতিরিক্ত ব্যাথাজনিক কারণে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা করার পর মাথায় টিউমার ধরা পরলে অপারেশন করার প্রয়োজন হয়। তারপর আর জ্ঞান ফেরেনি। গতকাল রাত আনুমানিক ১১টায় ইন্তেকাল করেছেন।
এমতাবস্থায় মরদেহ দেশে পাঠানোর জন্যে অনেক টাকার প্রয়োজন। তাই সকলের নিকট (সিয়ামের মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ) আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে।
এ ব্যাপারে সাহায্যের জন্য নিচের (সিয়ামের মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর) পোস্টাল একাউন্টে টাকা পাঠালে করলে উপকৃত হবেন বলে জানিয়েছেন।
Japan Post Account
12310 – 29808581
Md Abdullah Al Mamun
যোগাযোগ: 09039391454