আমার জন্যে ঘেন্না রেখো,
আন্না কিছু, কান্না রেখো।
শাসন রেখো, শোষন রেখো
একশো একটা নিষেধ রেখো।
বরণ রেখো, দোহায় রেখো
সিঁথির সিঁদুর তাও রেখো।
কথা রেখো, অযথা রেখো
অনাদরে আদর রেখো।
আমার জন্যে ঘেন্না রেখো
আন্না কিছু, মনটা রেখো।
রাগ রেখো, রাত্রি রেখো
একশো একটা সকাল রেখো।
ভোর রেখো দুপুর রেখো
ফেলে দেওয়া গোধূলী রেখো।
দুপুর রোদের খুব গরমে
শীতল জলের গেলাস রেখো।
হাড় কাঁপানো শীতের গোসল
একটু গরম জল রেখো।
অন্য কারোর নগ্ন বুকে
তুমুল ঝড়ের অবসাদে
একটুখানি আমায় রেখো।
আমায় রেখো জল কাজলে
শাড়ির কুচি ভাঁজে ভাঁজে।
ছেড়ে দেওয়া নিশ্বাসে রেখো
রক্তজবা নাভিষ্ঠৈ রেখো।
আমার জন্যে আর না কিছু
একটু খানি তোমায় রেখো।
এনামুল খাঁন
২৮ জুন, ২০১৮ইং