Site icon দ্বিপ্রহর ডট কম

উত্তরণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উত্তরণ  বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপানের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সংগঠনটি।

রোববার বিকেলে রাজধানী টোকিওর  একটি হলে নাচে-গানে ও অভিনয়ে মাতিয়ে তুলে সংগঠনটির শিল্পীরা। উত্তরণের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরেন।

আগের দিন জাপানে ঘটে যাওয়া প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের পরও দূর-দূরান্ত থেকে আসা সবাইকে ধন্যবাদ জানান সংগঠনটির লিডার ববিতা পোদ্দার। এসময় সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনায়

জাপান বাংলাদেশ প্রেস-ক্লাবসহ জাপানে গঠিত বাংলাদেশি বিভিন্ন  সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর জিয়াউল আবেদীন এবং প্রথম সচিব আরিফ হোসেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী, রাজনীতিবীদ ও সাংবাদিকসহ বাংলাদেশ কমিউনিটির শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলে।

১৫ অক্টোবর, ২০১৯/টোকিও

Exit mobile version