নিজস্ব প্রতিবেদক: জাপানে প্রতিষ্ঠিত স্বরলিপি কালচারাল অ্যাকাডেমীর ২৭ বছর পূর্তী উদযাপন করেছে করেছে প্রতিষ্ঠানটি।
রোববার ২০ অক্টোবর, ২০১৯ রাজধানী টোকিওর একটি হলে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রজত জয়ন্তী পালন করে স্বরলিপি।
জাপানে অবস্থিত বাংলাদেশিদের সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান স্বরলিপি কালচারাল অ্যাকাডেমী নাচ-গান এবং অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য মণ্ডিত করে।
প্রতিষ্ঠানটির শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে দেশিয় সংস্কৃতি এবং প্রবাসীদের জীবনধারা ফুটিয়ে তুলে।
অনুষ্ঠানের মাধ্যমে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত রাবাব ফাতিমার উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়, প্রথম পর্বে ছিল বক্তব্য। দ্বিতীয় পর্বে ছিল ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা ‘মোশি মোশি বিয়ে’।
আবু সুফিয়ান জুয়েল এবং তনুশ্রী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব লেভার কাউন্সিলর জাকির হোসেন, সংগঠনটির উপদেষ্টা মুন্সী কে আজাদ। অনুষ্ঠানে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাসিরুল হাকিম। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি জাপানীরাও উপস্থিত ছিলেন।