বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাপান আওয়ামী যুবলীগ।
জাপান থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল আলম ভুট্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম।
সংগঠনটির সভাপতি বিএম শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মীর হোসেন মিলন। এসময় তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাপান আওয়ামীলীগের সদস্য এমডি আলাউদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মহিলা লীগের আহ্বায়ক লাভলী মোস্তফা, কৃষকলীগের সভাপতি সোহেল রানা, তোফায়েল আহমেদ, জয় ইসলামসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।
আব্দুল্লাহ আল মামুন/ ১৭ নভেম্বর, ২০১৯/জাপান, টোকিও