গ্রেটার খুলনা কমিউনিটি (জিকেসিজে) ২৩ সদস্যবিশিষ্ঠ্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করেছে।
গত ২৩ নভেম্বর, ২০১৯ গ্রেটার খুলনা কমিউনিটি (জিকেসিজে) জাপান এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় জিকেসিজে’র কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর ২০১৯ টোকিও’র ওজিমা শহরের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সাধারণ সভাতে উপস্থিত ২৬ জন সদস্যের সর্বসম্মতিক্রমে কমিটির সুপার ফাইভ সদস্য অর্থাৎ সভাপতি, প্রথম সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।
নব নির্বাচিত সুপার ফাইভ আগামী দুই বছরের জন্য ২৪ নভেম্বর ২০১৯ এ ২৩ সদস্যবিশিষ্ঠ্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করেন ।
আপনাদের সূচিত করার লক্ষে উক্ত কার্যকরী পরিষদের তালিকাটি সংযুক্ত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জিকেসিজে।
জাপান প্রবাসী ব্যবসায়িক নেতা, বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন জাপান এর ট্রেজারার গুল মোহাম্মদ ঠাকুর (মনি)কে সভাপতি এবং জাপান বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ জাপানের সাংঠনিক সম্পাদক মাসুদুর রহমান (মাসুদ)কে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংঠনিক সম্পাদক, নিহন বাংলা ডট কমের সম্পাদক গোলাম মাসুম (জিকো)কে যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, গ্লাক্সি স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা এমডি মোস্তাফিজুর রহমান (জনি)কে সাংঠনিক সম্পাদক, সৈয়দ গোলাম আযম (শাবান)কে সহ সাংঠনিক সম্পাদক, আব্দুল্লাহ বিন সিদ্দিক (মারুফ)কে সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ উইমেন্স এসোসিয়েশন জাপান এর সভাপতি জেসমিন সুলতানা (কাকলী)কে প্রথম সদস্য, জাপান বিএনপি নেতা ফয়সাল সালউদ্দিনকে প্রচার সম্পাদক, তথ্যপ্রযুক্তিবিদ মোঃ বিপ্লব হসেন (বিপ্লব)কে অর্থ সম্পাদক করে একটি ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করেন জিকেসিজের সদস্যবৃন্দ।
বরাবরের মতো জাপান প্রবাসী বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের এর পাশে থেকে আপনারা জাপান প্রবাসীদের মাঝে বৃহত্তর খুলনা অঞ্চলের সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন নতুন কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গ্রেটার খুলনা কমিউনিটি জাপান আগামী ৮ ডিসেম্বর ২০১৯ রোববার দ্বিতীয় নবান্ন উৎসবের আয়োজন করতে যাচ্ছে মহাসমারোহে।
বিজ্ঞপ্তি