Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে সংবর্ধনা দিয়েছেন কৃষকলীগ

জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ কৃষকলীগ, জাপান শাখা।

দীর্ঘ চার বছর কর্মময় জীবনের শেষে সম্প্রতি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউইয়র্কে যাওয়ার প্রাক্কালে কৃষকলীগ নেতাদের ভালবাসায় সিক্ত হলেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা কামরুল ইসলাম শিপু , আহ্বায়ক সোহেল রানা এবং যুগ্ম আহ্বায়ক পঙ্কজ কুমার দাস টিটু।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাবাব ফাতেমা বিদায়ী বক্তব্যে কুটনৈতিকভাবে বিভিন্ন সফলতা তুলে ধরেন। বিশেষকরে গত ২৭ আগস্ট জাপান শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে জাপানের কর্মী নিয়োগের ব্যাপারে একটি সহযোগিতা স্বারক স্বাক্ষরিত হওয়ার বিষয়টি বলতে গিয়ে বলেন, প্রথমে বাংলাদেশের নাম না আসার ধরুন বিভিন্ন মহল থেকে আসা কুটনৈতিক ব্যর্থতার তীরটি হজম করতে হয়।

পরিশেষে কুটনৈতিক তৎপরতা বজায় রেখে বাংলাদেশিদের জন্য একটি নতুনধার উন্মোচিত করতে সক্ষম হয়েছি আমরা।

তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিকূলতার পরেও বাংলাদেশ জাপানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। মেট্রোরেল, ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে জাপানিজ কম্পানি। বাংলাদেশ কৃষকলীগ জাপান শাখার নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে রাষ্ট্রদূত বলেন, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হয়েছি তবে আমি জাপান প্রবাসীদের সাথে আছি। আপনাদের ভালোবাসায় যেতে ইচ্ছে করছে না।

রিপোর্ট: সাজ্জাদ হোসেন সজিব

Exit mobile version