বাংলাদেশের জাতীয় দিবস ৪৮তম বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জাপান।
রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে বিজয়ের আলোচনা সভা এবং শিশুদের নাচ-গান-আবৃত্তির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি উদযাপন করে তাঁরা।
সংগঠনটির সভাপতি লাভলী মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম। এসময় তিনি বিজয়ের এ মহাত্মকে বুকে ধারণ করে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
শিলা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান যুবলীগের সভাপতি বিএম শাজাহান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাপান আওয়ামীলীগের সদস্য কাউসার হাসান লাইজু, যুবলীগের সাধারণ সম্পাদক মির হোসেন মিলন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি ,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহসভাপতি সোহেল খান, মহিলালীগের সদস্য মৈাসুমী আক্তার, ছাত্রলীগের সহসভাপতি রাইসুল ইসলাম রকি, সুমন্ত মজুমদার, সুমন ফকিরসহ আরো অনেকে।
আব্দুল্লাহ আল মামুন/২২ ডিসেম্বর, ২০১৯/টোকিও, জাপান