Site icon দ্বিপ্রহর ডট কম

নিপ্পন টাইগার্স পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাপানে অবস্থিত ক্রিকেট খেলার টিম নিয়ে গঠিত `নিপ্পন টাইগার্স‘ পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জাপানের সাইতামা অঞ্চলের মাসালা কিং রেস্টুরেন্টে পুরস্কার বিতরনী অনুষ্ঠান করে সংগঠনটি। এই সংগঠনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার খেলোয়াড়রা রয়েছে।

গত বছরে অনুষ্ঠিত এই ক্রিকেট খেলায় নিজেদের টিমকে উতসাহিত করার জন্য পারফরমেন্স অনুযায়ী ১১ ক্যাটাগরিতে খেলোয়ারদের পুরস্কার দেওয়া হয়। এতে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল র‌্যাফেল ড্র।

যেসব ক্যাটাগরিতে খেলোয়ারদের পুরস্কার দেওয়া হয় তার মধ্যে, হাবিব আহমেদ এবং মো. আব্দুল্লাহ আল সাকিকে সবচেয়ে উৎসর্গকারী টাইগার্স হিসেবে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও সবচেয়ে ব্যক্তিগত স্কোর গ্রহণকারী হিসেবে পুরস্কার পান রাকিব। টিটুয়েন্টি ম্যাচে সবচেয়ে ভালো বল করার জন্য আনকিত, হাবিব এবং সাদেকুলকে পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও ৪০ ওভারের খেলায় ভালো বল করার জন্য পুরস্কার পান কুশাল, ভুট্টু এবং রনি। অলরাউন্ডার পুরস্কার পান ভুট্টু এবং হাবিব। ভালো ফিল্ডিংয়ের জন্য রুবেল, ভুট্টু এবং হাবিব। বেস্ট বলার আন্কিত, ভুট্টু, সাদেকুল। সবচেয়ে ভালো ব্যাট্সম্যান ভুট্টু, সাদেকুল এবং হাবিব। সবচেয়ে ভালো নতুন টাইগার্স কুশ। সবচেয়ে ভালো টিটুয়েন্টি খেলোয়ার ভুট্টু, সাদেকুল এবং আন্কিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়ার সাদেকুল, ভুট্টু এবং হাবিব।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি বাহাউদ্দীন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গিতা ট্রেডিংয়ের সত্বাধিকারী লুতফর রহমান শিপার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিও ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাহের।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, রিও ইন্টারন্যাশনাল, গিতা ট্রেডিং এবং ডাটা সফট।

আব্দুল্লাহ আল মামুন/ ৮ ফেব্রুয়ারি, ২০২০/জাপান

Exit mobile version