জাপান-বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিবেক বার্তার সম্পাদক ও লেখক পি.আর প্লাসিডের মাতা রোজা রিবেরু বাংলাদেশ সময় বৃস্পতিবার রাত সাড়ে ৯ টায় বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেছেন (ইন্না….উন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুতে জেবিপিসি এবং জাপান প্রবাসীরা গভীর শোক প্রকাশ করছে।
এক শোক বার্তায় লেখক পি. আর প্লাসিড এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি জাপান প্রবাসীদের মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য দুই বছর আগে লেখকের বাবা মাথিয়াছ রিবেরু মারা যান।