করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদের পাশে স্থাপিত ‘ডোম অব দ্য রক’ বা কুব্বা-তুস সাখরার দরজাও সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সকে কিসওয়ানি বলেন, ‘ইসলামি ওয়াকফ বিভাগ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে। আল-আকসা মসজিদের বাইরে নামাজ আদায় অব্যাহত থাকবে।’
অবরুদ্ধ ফিলিস্তিনে এ পর্যন্ত ৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দখলদার ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ২০০ জন।