Site icon দ্বিপ্রহর ডট কম

করোনাভাইরাস রোধে কুয়েতে সব মসজিদ বন্ধ ঘোষণা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে কুয়েতে সব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দুই সপ্তাহের ছুটি ঘোষণা করেছ কুয়েত। গেল ১২ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত দেশের সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দেশটির মন্ত্রিসভা। বুধবার এই সিদ্ধান্ত নেয় দেশটি।

আগামী ২৭ ও ২৮শে মার্চ এ দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ দিন পর অর্থাৎ ২৯শে মার্চ থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত পুনরায় খুলে দেয়া হবে।

অন্যদিকে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর অংশ হিসেবে ১৩ই মার্চ মধ্যরাত থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সিভিল এভিয়েশন। তবে কার্গো বিমানগুলো আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করবে। এছাড়া বন্ধ রাখা হয়েছে গণপরিবহন বাস। এর আগে ১লা মার্চ থেকে বন্ধ রয়েছে স্কুল ও মাদরাসা।

সরকারি দুই সপ্তাহের ছুটি চলাকালীন দেশটির সকল রেস্তোরা, কফি শপ, জিম সেন্টার, ক্লাব ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।তবে বন্ধের আওতায় থাকবে না কো-অপারেটিভ সোসাইটি, ফার্মেসি, পেট্রল পাম্প এবং এটিএম বুথ ২৪ ঘণ্টা চালু থাকবে, যাতে গ্রাহকরা অর্থ উত্তোলন করতে পারেন।

Exit mobile version