আসন্ন ২০২০ সালের জুলাই মাসে অলিম্পিক গেমস এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অলিম্পিক মন্ত্রী সিকো হাশিমতো।
মঙ্গলবার জাপানের অলিম্পিক মন্ত্রী বলেছেন, গেমসটি অনুষ্ঠিত হওয়ার চুক্তিটির মধ্যে নির্দেশনায় বলা আছে কেবলমাত্র ২০২০ সালের মধ্যে এই ইভেন্টটি অনুষ্ঠিত হতে হবে।
ডায়েটের উচ্চ হাউসে প্রশ্নের জবাবে সিকো হাশিমতো ইঙ্গিত দেয় যে বছরের শেষের দিকে অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে এবং পরিকল্পনা অনুযায়ী ২৪ শে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করা হবে না বলে ইঙ্গিত দেন তিনি।
টোকিও অলিম্পিকের জন্যই মূলত জাপানে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হয় এবং এর জন্য ১২ জনের প্রাণহানি ঘটে। এই জন্য জাপানে দ্রুত অন্যান্য বেশিরভাগ ক্রীড়া প্রতিযোগিতা এবং অলিম্পিক-সম্পর্কিত ইভেন্টগুলি বন্ধ করে দিয়েছে।
হাশিমোত ডায়েটকে বলেন, “আইওসি-র যে সব গেমসগুলি ২০২০ অনুষ্ঠিত হবে না তা বাতিল করার অধিকার রাখে। “এর অর্থ ব্যাখ্যা করা যেতে পারে যে, ক্যালেন্ডার বছরের সময়কালে গেমগুলি যতক্ষণ অনুষ্ঠিত হয় ততক্ষণ স্থগিত করা যায়।”
আইওসি কর্মকর্তারা এবং টোকিও ২০২০ এর আয়োজকরা আশা করছে অলিম্পিক নির্দিষ্ট সময় চালু করতে পারবে। কিন্তু জাপানে করোনাভাইরাস যেভাবে ছড়াচ্ছে এতে করে গেমস বাতিল বা অন্য শহরে সরিয়ে নিতে বাধ্য করা হতে পারে।
করোনাভাইরাস প্রাদুর্ভাব এখনকার চেয়ে আরও খারাপ হলেও অলিম্পিকটি এখনও অনুষ্ঠিত উচিত কিনা জানতে চাইলে হাশিমোটো বলেছিলেন: “আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আমাদের সেই পরিস্থিতির মুখোমুখি না হতে হয়।”
সূত্র : জাপান টাইমস