হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জিনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখা দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ শাখার সভাপতি এসএম হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য এমডি আলাউদ্দিন।
আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বঙ্গবন্ধুর ও তার পরিবারসহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।কেক কেটে অনুষ্ঠান শুরু করেন এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাপান শাখার টোকিও সিটি সভাপতি ইকবাল খান, শাহাদত হোসেন, রাহিন,আরিয়ান,ইউসুফ,আরাফাত চৌধুরী, হাফিজ , আশিক,বাবু রাহ সোহেল শাকিলসহ আরো অনেকে।