Site icon দ্বিপ্রহর ডট কম

আভিগান প্রয়োগে করোনা রোগী ৭ দিনে সুস্থ হয়

জাপানে করোনার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল-
যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল।

যারা মধ্যমবয়সী তাদের জন্য আভিগান এবং ওরভেসকো দুটোর মিলিত ফলাফল ৯ দিনে সুস্থ।

আভিগান প্রেগন্যানট মহিলাদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে সংবাদে উল্লেখ করেছে।

চীন অবশ্য আভিগান নিয়ে পজিটিভ ফলাফল আগেই ঘোষনা করেছে।

জাপান বর্তমান আরও ২০ টি দেশে আভিগান ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছেন।
আশার কথা খুব শীঘ্রই হয়ত আভিগান এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে।

বাংলাদেশ ও অলরেডি আভিগান তৈরির জন্য প্রস্তুত।

সুর্য উঠবেই, ততদিন পর্যন্ত ঘরেই থাকুন।

লিখেছেন: লিঙ্কন বিডি

সূত্র: এনএইচকে

Exit mobile version