1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
করোনাকালে জাপান সরকারের যত আর্থিক সহযোগিতা | দ্বিপ্রহর ডট কম
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

করোনাকালে জাপান সরকারের যত আর্থিক সহযোগিতা

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট টাইম: শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৬৩৬ বার পঠিত
A 3D printed Olympics logo is seen in front of displayed "Tokyo 2021" words in this illustration taken March 24, 2020. REUTERS/Dado Ruvic TPX IMAGES OF THE DAY

পৃথিবী জুড়ে ভয়াবহ এক ভাইরাসের নাম করোনা। এ ভাইরাসের মরণ থাবা কমবেশি সব দেশেই লেগেছে। যার জন্য সব দেশেই আর্থিক এবং মানসিক ক্ষতিগ্রস্থ হয়েছে সবাই। মানসিক ক্ষতি হয়তোবা পুষিয়ে নেওয়া সম্ভব না, তবে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সব দেশেই সরকারিভাবে সহযোগিতা অব্যাহত আছে।

জাপান সরকারও তার জনগনের জন্য বিভিন্ন রকম আর্থিক প্রণোদনা দিচ্ছে। যা প্রথমেই শুরু করেন প্রত্যেক পরিবারে ২টি করে মাস্ক দেওয়ার মাধ্যমে। এরই মধ্যে অনেকেই মাস্ক হাতে পেয়েছে।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ লোকদের সরকার বিভিন্ন ধরণের আর্থিক সুবিধা দিচ্ছে। এখানে তার মধ্যে অন্যতম কিছু সহযোগিতার কথা এবং কীভাবে প্রয়োগ করতে হবে তার সংক্ষিপ্ত তুলে ধরা হল।

প্রথমত, সবার জন্য এক লাখ ইয়েন:

আর্থিক পরিস্থিতি নির্বিশেষে জাপানের সমস্ত বাসিন্দারা এই সুবিধার জন্য উপযুক্ত। এটি সরকারের করোনভাইরাস অর্থনৈতিক প্রতিক্রিয়া প্যাকেজের অংশ।

বিদেশী বাসিন্দারা অবশ্যই তিন মাসের বেশি সময় ধরে ভিসা নিয়ে আছেন এবং ২৭ এপ্রিল পর্যন্ত দেশের বেসিক আবাসিক রেজিস্টারে তালিকাভুক্ত হয়েছেন তারাও পাবেন।

বিস্তারিত জানতে, এনএইচকে এর নিচের লিংকে যেতে পারেন:

https://www3.nhk.or.jp/nhkworld/en/news/backstories/1057/

ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্সারদের জন্য ভর্তুকি প্রোগ্রাম:

নিরবচ্ছিন্ন ব্যবসার জন্য এই ভর্তুকি প্রোগ্রামটি ছোট এবং মাঝারি আকারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জন্য ২ মিলিয়ন ইয়েন এবং ফ্রিল্যান্সারসহ একমাত্র মালিকদের জন্য ১ মিলিয়ন ইয়েন অফার করে, যারা প্রাদুর্ভাবের কারণে তাদের উপার্জন হ্রাস পেয়েছে। এটি একটি সরকারি সুবিধা। আপনাকে এটি ফেরত দিতে হবে না।

গতবছরের এই সময়ের থেকে যদি আপনার রাজস্ব ৫০ শতাংশের নিচে নেমে যায় তাহলে আপনি পাওয়ার যোগ্য।

আবেদনের ২ সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে তহবিল জমা হবে।

আবেদন শুরু ১ মে, ২০২০ থেকে ১৫ জানুয়ারি, ২০২১ পর‌্যন্ত।
নিচের লিংকে গিয়ে আবেদন করতে পারবেন:

https://www.jizokuka-kyufu.jp ( জাপানিজ )

অনলাইনে আবেদনের ক্ষেত্রে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য ১২ ই মে থেকে অ্যাপ্লিকেশন সহায়তা কেন্দ্র খোলা হয়েছ। বিস্তারিত তথ্য এবং বুকিংয়ের জন্য ভিজিট করুন:

https://www.meti.go.jp/covid-19/shinsei-support.html (জাপানিজ)

https://www.meti.go.jp/english/press/2020/0501_001.html (ইংলিশ)

কল সেন্টার (জাপানিজ)
0120-115-570
03-6831-0613 (শুধুমাত্র IP ফোনের জন্য)

মে-জুন: সকাল সাড়ে ৮ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
জুলাই: প্রতিদিন শনিবার এবং জাতীয় ছুটি ছাড়া সকাল সাড়ে ৮ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

কল্যান তহবিল ঋণ:
প্রতিটি প্রদেশে সমাজকল্যাণ কাউন্সিল কর্মবিরতির কারণে জীবনযাত্রার ব্যয় নিয়ে সংগ্রাম করে এমন পরিবারগুলির জন্য একটি কল্যাণ তহবিল ঋণ ব্যবস্থা স্থাপন করেছে। এটি ঋণ এবং অবশ্যই তাকে ফেরত দিতে হবে।

জরুরী স্বল্প পরিমাণে তহবিল:
প্রধানত অস্থায়ী কাজ বন্ধের কারণে যেসব পরিবারের আয়ের হ্রাস হচ্ছে। ২ লাখ ইয়েন পর্যন্ত।

সাধারণ সহায়তা তহবিল:
মূলত এমন সদস্যদের সাথে পরিবারের যারা এখন বেকার বা যাদের আয় হ্রাস পেয়েছে।

পরিবারের সদস্য ২ বা তার অধিক হলে প্রতি মাসে ২ লাখ ইয়েন পর্যন্ত। একজন হলে দেড় লাখ ইয়েন প্রতি মাসে, ৩ মাস পর্যন্ত দেওয়া হবে।
কল সেন্টার
0120-46-1999 (জাপানীজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত )
বিস্তারিত তথ্যে জন্য নিচের লিংকে ভিজিট করুন:

https://www.mhlw.go.jp/content/000621849.pdf (জাপানীজ)
https://www.mhlw.go.jp/content/000621221.pdf (ইংলিশ)

হাউজিং সিকিউরিটি বেনিফিট:
২০ শে এপ্রিলের শুরু থেকে, মহামারীজনিত কারণে যারা চাকরি হারিয়েছেন বা আয়ের হ্রাস পেয়েছেন তারা ভাড়া প্রদানের জন্য অর্থের জন্য আবেদন করতে পারেন। এটি ফেরত দিতে হবে না।
পারিবারিক আয় এবং সঞ্চয় নির্ধারণের ভিত্তিতে যোগ্যতা নির্ধারণ করা হয়।
তহবিলগুলি কেবল ভাড়া সহায়তার জন্য দেওয়া হবে। আবাসন ঋণের জন্য না।
শর্তগুলি পূরণ করা হলে তহবিলগুলি ৩ মাসের ভাড়া, সর্বাধিক ৯ মাস পর্যন্ত কভার করে। পৌরসভা সরকার সরাসরি বাড়িওয়ালাকে ভাড়া দেবে।
আবেদনের আগে পৌরসভার সহায়তা কেন্দ্রের সাথে ফোনের পরামর্শ নেওয়া দরকার। পরামর্শটি কেবল জাপানি এবং নিচের লিংকের জায়গাগুলিতে পাওয়া যাচ্ছে:

https://www.mhlw.go.jp/content/000614516.pdf

কল সেন্টার:
0120-23-5572 (জাপানীজ)

প্রতিদিন ২১ মে থেকে শুরু সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিস্তারিত তথ্যের জন্য:
https://www.mhlw.go.jp/content/000630855.pdf

তথ্য-সূত্র: এনএইচকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11