Site icon দ্বিপ্রহর ডট কম

আরো ১৮ দেশকে প্রবেশ নিষেধাজ্ঞা করতে যাচ্ছে জাপান

জাপান করোনভাইরাস মহামারী ঠেকাতে আরো ১৮ টি দেশের বিদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারীর পরিকল্পনা করেছে।

কিউবা এবং লেবানন সহ ১৮ টি দেশকে জাপানের প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হবে। আগে যেমন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়াসহ ১১১ টি দেশ ছিল, এর মধ্যে ১৮ দেশসহ ১২৯ টি দেশের প্রবেশের তালিকা দীর্ঘায়িত করা হবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু শুক্রবার সাংবাদিকদের বলেন যে, সরকার “উপযুক্ত সময়ে” এই সম্প্রসারণ বাস্তবায়ন করতে চায়।

এই পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছিল যেহেতু টোকিওতে সংক্রামক রোগের সতর্কতা ৩ স্তরে উন্নীত করেছিল, যার অর্থ জাপানি নাগরিকদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সরকার থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অন্য দুটি দেশের প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে বিবেচনা করছে।

মোতেগি বলেন, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ব্যবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভাইরাস পরীক্ষা, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিবেচনা করছে।

Exit mobile version