Site icon দ্বিপ্রহর ডট কম

করোনা জয়ী এমপি এনামুল হকের সঙ্গে শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময়

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক করোনা মুক্ত হওয়ার পর বাগমারায় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করছেন।

বাগমারা উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এমপি এনামুল হক ২৪ জুন করোনা পজেটিভ হন। তখন থেকেই তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকার নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করেন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাগমারা সহ দেশের বিভিন্ন স্থানে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মহান আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্তের দীর্ঘদিন পর সুস্থ অবস্থায় আবারও তিনি বাগমারাবাসীর মাঝে ফিরে এসেছেন। এমপি এনামুল হক সুস্থ হয়ে বাগমারায় আগমনের খবরে অনেকেই তাঁর সাথে দেখা করতে ছুঁটে আসেন।

এমপি এনামুল হক বাগমারা আগমনের খবর পাওয়ার পরে ছুটে জান শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগ। ছাত্রলীগের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সাবেক সহ-সম্পাদক ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, শহীদুল,আলমগীর, মাফুজ রহমান, মোস্তোফা কামাল,জাহিদুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারন-সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।

ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আব্দুল হামিদ ফৌজদার, কার্যকরী কমিটির সদস্য বকুল খরাদী, সামসুল হক, হাচেন আলী, গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানিক প্রাং সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Exit mobile version