Site icon দ্বিপ্রহর ডট কম

গাঁজা সহ আটক দুই নারী

গোপন সংবাদের মাধ্যমে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টরের নেতৃত্বে কায়বা রোডের রাড়িপুকুর এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্বার করেছে।

আটককৃতরা হচ্ছে যশোরের শার্শার বসতপুরের আনোয়ারুলের স্ত্রী তানিয়া (৩২),ও বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের তৈয়ব আলীর স্ত্রী লাইলী বেগম ( ৩২)। তাদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে দুই কেজি গাজা উদ্বার করা হয় বলে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানিয়েছেন।

তিনি বলেন এএস আই মাসুদ বাদী হয়ে শার্শা থানায় মামলা দিয়েছেন

Exit mobile version