দু-চোখেই,আমি চেয়েছি
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
আমি এমন ভাবে চেয়ে আছি চোখের উপর,
তোমার ভালোলাগা আর ভালোবাসা পরস্পর।
আমি এমন চোখ আগে কখনো দেখেনি,
স্বর্গে থেকে সুন্দর আর অতিবেগুনি।
এ-যেন আকাশ ছেদ করে চলে আসা চাহনি,
পড়ন্ত বিকেলের বুকে গেঁথে থাকা অঙ্কনি।
সমস্ত ভালোলাগা -ভালোবাসা পেয়েছে এখানে,
হঠাৎ মুহূর্ত এসে চোখ পেয়েছে তার মানে।
আমি নিজের চোখকে এখনো মনে রাখিনি,
তোমার চোখের ছবি আঁকতে ভুল করেনি।
তোমার দৃষ্টি রেখেছো আমার চোখে,
মনের ভালোলাগা যাচ্ছে তোমার অভিমুখে।
সবুজ চারপাশ, পাখিদের উড়া,
তোমার দূর দৃষ্টিতে ছিলো ভালো বোঝাপড়া।
একটু ঘুমের ছুঁয়া লেগেছে নয়নে,
প্রেম-প্রেম খেলা খেলেছি আত্মগোপনে।
তুমিও হাঁটছো,দৃষ্টিও পড়ছে দূর প্রান্তে,
আমার ভালোবাসাও হাঁটছে পূর্বপ্রান্তে।
মাটিতে শোয়ানো গাছে,পাখি বসেছিলো ডালে,
শূন্যের ভিতরে স্তব্ধ ছিলো, তুমি ছিলে অন্তরালে।
তোমার চোখের সামনে উড়ছে শালিক,
আকাশেও পড়ছে দৃষ্টির ঝিলিক।
তোমার মায়াবী দু-চোখ,
আমাকে দিয়েছিলো বেশ সুখ।