Site icon দ্বিপ্রহর ডট কম

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এনামুল হকের অনুদান

কয়েক মাস অহিবাহিত হলেও থেমে নেই করোনা ভাইরাসের আক্রমণ। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকেই।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে এক লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বাগমারায় করোনা রোগী শনাক্ত হলেও যেন সুচিকিৎসা পায়, সে লক্ষ্যে ডাক্তারদের সুররক্ষার জন্য সুরক্ষা গাউন, গ্লাভস, প্রতিরোধক চশমা, মাস্ক, ক্যাপ, হ্যান্ড গ্লাভস, বুট এবং বুট কভার, পিপিই কিনতে এই অর্থ প্রদান করা হয়েছে।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর হাতে নগদ এক লাখ টাকা প্রদান করেন ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল ও সাংসদের প্রেসসচিব প্রভাষক জিল্লুর রহমান।

এর আগেও এমপি এনামুল হকের পক্ষ থেকে দুই ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নগদ অর্থ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

Exit mobile version