Site icon দ্বিপ্রহর ডট কম

হরিহর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

যশোরের কেশবপুরের হরিহর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্টেটের ক্ষমতাবলে ইরুফা সুলতানা বালু উত্তোলনকারি হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বড় পাথরা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হরিহর নদ ঘাঘা গ্রামের মৃত কোরবান গাজীর ছেলে হাফিজুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। ৩০জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভুমি)ইরুফা সুলতানা ঘটনাস্থলে পৌছে সত্যতা যাচাই শেষে হাফিজুর রহমানকে বালু ও মাটি ব্যবস্থাপনা ্আইন ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ও১৫(১) ধারা অনুযায়ি ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কারি কমিশনার ইরুফা সুলতানা জানান, অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version