ওরে পাগলী, ওরে সোনামণি
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
তুমি কোথায় গেলে?
হৃদয়ের ভালো লাগার মেয়ে।
তোমারে দেখলে প্রেমের ধারা আরো বেড়ে যায়,
সারা নয়নে আদরের মুখের কথা আর না ফুরায়।
তোমার প্রেমের কথা যে বাতাসে উঠে বেয়ে,
তুমি বসলে যে প্রেম গড়ায় হৃদয় ছেয়ে।
তোমার প্রেমের চারদিকে ঘুরছে মায়াজাল,
আমি কেমন করে নিভাবো এই অগ্নিকল?
তোমারে পেয়ে নিতে চাই বুকে,মন যে জুড়িয়ে যেত,
কখন আসিবে তবে? তোমার বাহুতে জড়াবে কত।
তুমি মধুর স্বরে কখন বলিবে চলো হাঁটি?
তুমি এখানেই বসো,এখানেই পড়াবো প্রেমের আংটি।
আমি যে প্রেম পেলে জীবন দিতে ঘুরেছি হায়,
হৃদয়ে করছে উথাল-পাথাল তোমার প্রেম তায়।
আহারে! আমার সোনামণি,
চলো বসি দু-জন সামনাসামনি।
চলো তোমার সীমানা পেরিয়ে,
হারিয়ে যায় ঐ পাড়াগাঁয়ে।