যথাযোগ্য ধর্মীয় মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছে জাপানে বসবাসরত মুসল্লিরা।
জাপান থেকে আব্দু্ল্লাহ আল মামুন জানান, শুক্রবার ঈদুল আযহার নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা । এসময় যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জাপান সরকারের নির্দেশনা মোতাবেক মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করে বিভিন্ন দেশের মুসল্লিরা। নামাজ শেষে অনেকে পশু কুরবানি দেন।
জাপানে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সায়তামা প্রিফেকচারে, যেখানে জুয়ার আসর থেকে উদ্বোধনের অপেক্ষায় বাইতুল আমান জামে মসজিদে। ধারণা করা হচ্ছে সেখানে প্রায় ৫ শতাধিক মুসল্লি এক সাথে নামাজ আদায় করেন।
৫টি জামাতের মধ্য দিয়ে টোকিওর মদিনা মসজিদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে তিন শতাধিক বাংলাদেশি মুসল্লির উপস্থিতি হোন। এছাড়া টোকিও এবং এর বাইরে বিভিন্ন মসজিদে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষের যে রীতি কুশল বিনিময় ও কোলাকোলি থাকতে হয়েছে সবাইকে।