মনিরামপুরে মাদ্রাসা শিক্ষককে হয়রানি।
ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। প্রবাদটি মিলে গেল মনিরামপুর হাজরাকাটি দারুল উলুম মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ,এস,এম আলিমের বেলায়।
গত ১৮-০৩-২০২০ তারিখে তার প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সৈয়দ আবুল কালাম আজাদ নিজ ফেইসবুকে একটি কাল্পনিক গল্প লেখেন।
সেই গল্পে একজন দূনীতিবাজ অধ্যক্ষের কথা উল্লেখ করেন। সেখানে হাজরাকাটি দারুল উলুম মহিলা মাদ্রাসা বা অধ্যক্ষের নাম বা কোন ইঙ্গিত ছিল না।তার পরও অধ্যক্ষ উক্ত সহকারি শিক্ষক কে বারবার কারন দর্শানোর নোটিশ দিয়ে হয়রানি করছেন। এই বিষয়ে উক্ত সহকারি শিক্ষক বলেন আমি সম্পূর্ণ ব্যক্তি প্রতিহিংসার শিকার। তাদের বিরুদ্ধে কিছু না লিখেও উক্ত মাদরাসায় দুটি পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করায় বারবার আমাকে হয়রানি করা হচ্ছে।
এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলিমের নাম্বারে বার বার ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি
প্রতিষ্ঠানটির সভাপতি খায়রুল ইসলাম সাংবাদিক মামুন কে জানান এ বিষয়ে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ আমাকে কিছু জানায় নি।
তবে অধ্যক্ষ বলেছেন আবুল কালাম আজাদ নাকি অধ্যাক্ষ আলিমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে তার মানহানি করেছেন। এই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে সমস্যা চলছে ।
হয়রানির শিকার আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমি ফেসবুকে একটি কাল্পনিক ঘটনা লিখেছিলাম , কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়,
উনারা বিষয়টি গায়ে নিয়ে আমাকে হয়রানি করছে।