1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
শৈলকুপায় অরক্ষিত বনেই ছাড়ল বিষধর গোখরা | দ্বিপ্রহর ডট কম
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

শৈলকুপায় অরক্ষিত বনেই ছাড়ল বিষধর গোখরা

আব্দুর রহমান মিল্টন, ঝিনাইদহ
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ১৯৭ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় একটি খালের ধার থেকে বিষধর গোখরার বাচ্চা উদ্ধার করেছিল এক ব্যাক্তি । আর বনবিভাগ তা নিয়ে সংরক্ষিত কোন বনে না ছেড়ে সেখানকারই একটি বাগানে রেখে এসেছে!


জানা গেছে, শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের মৌকুড়ী গ্রামে একটি খালের ধার কেসমত শেখ নামের এক ব্যক্তি মটি খুড়ে একটি বড় সহ ৭০টি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার তিনি এগুলো নিজের আয়ত্বে রাখেন । এর মধ্যে মারা যায় ৩০টি বাচ্চা । স্থানীয়দের মাধ্যমে বনবিভাগ এ খবর পেলে বনবিভাগের শৈলকুপা শাখার এমএলএসএস আয়ুব হোসেন তা নিয়ে একই এলাকার একটি মেহগনী বাগানে সাপগুলো ছেড়ে দিয়ে আসে।


এরপর থেকে এলাকার কোন মানুষ ঐ বাগান এলাকায় আর যাচ্ছে না। আতঙ্কে আছে গ্রামবাসী ।

গ্রামের কৃষানী রাজিয়া খাতুন জানান, গ্রামের মাঠের একটি মেহগনী বাগানে ৪০টি বিষধর সাপের বাচ্চা ছেড়ে দেওয়ার পর থেকে তার কোন সন্তান ভয়ে মাঠে যাচ্ছে না।
৬নং সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান তার ইউনিয়নে বিষধর সাপ অবমুক্ত করার বন বিভাগের কোন যায়গা নেই। এলাকাবাসির সাথে কোন আলোচনা না করে ৪০টি বিষধর সাপ ছেড়ে দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের কাজ করার আগে অন্ততপক্ষে তার সাথে আলোচনার দরকার ছিল। গত বছর একই পরিবারের আপন দুই ভাই সহ ২০ ব্যক্তি সাপের কামড়ে মারা যায় বলে তিনি জানান।


শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, তাদের এক কর্মচারী সোমবার সকালে শৈলকুপার মৌকুড়ী গ্রামের মাঠের একটি মেহগনী বাগানে ৪০টি গোখরা সাপের বাচ্চা অবমুক্ত(!) করেছে। বন বিভাগের নির্দিষ্ট স্থান ছাড়া বিষধর সাপ ছাড়ার কোন নিয়ম আছে কিনাএ প্রশ্নের জবাবে তিনি বলেন মাঠের জলাশয়ের পাশে ও খালের ধারে সাপ অবমুক্ত করার বিধান রয়েছে।


শৈলকুপা বন বিভাগের এমএলএসএস আয়ুব হোসেন জানান, তিনি হুকুমের গোলাম। তার স্যার তাকে মৌকুড়ী গ্রামের মাঠের একটি মেহগনী বাগানে উদ্ধার হওয়া ৪০টি গোখরা সাপের বাচ্চা অবমুক্তের নির্দেশ দেওয়ার পর তিনি তা পালন করেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11