Site icon দ্বিপ্রহর ডট কম

মঙ্গলবারে যশোর সদরের প্রেসক্লাবের সভাপতি সহ ৫জনের দেহে করোনা শনাক্ত

প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন সহ যশোরে আরো ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে যশোরে মোট আক্রান্ত হয়েছেন ৭৪৯ জন।

আক্রান্ত ৫জনই যশোর সদরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের মুখপাত্র রেহনেওয়াজ রনি।

তিনি আরো জানান যশোরে আক্রান্তদের মধ্যে ২শ’৯৫ জন সুস্থ্য হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩ জনের।

তিনি আরো জানান, সোমবার রাতে ১২ টা পরীক্ষার ফলাফল আসে তারমধ্যে পাঁজজনের পজেটিভ।

যশোরে সদরে আক্রান্ত অন্যরা হলেন, ঘোপ নওয়াপাড়া একজন ব্যবসায়ী (৬৬), পুরাতন কসবা এলাকার পূর্বে আক্রান্ত একজন এসআই এর স্ত্রী(২৩), ৫নং ওয়ার্ডের জজ কোর্ট এলাকার চাকরীজীবী ও সিভিল সার্জন অফিসের এম.এল.এস.এস।
তিনি লিচুবাগান এলাকার বাসিন্দা

বিষয়টি নিশ্চিত করেন ডাক্তার নাসিম ফেরদৌস।
এবিষয়ে জাহিদ হাসান টুকুন বলেন, তিনি ভালো আছেন। এবং সকলের কাছে তিনি দোয়া কামনা করেন।

Exit mobile version