Site icon দ্বিপ্রহর ডট কম

যশোরে একাধিক মামলার আসামি আসাদ আটকের ৩ ঘণ্টা পর মুক্তি

হত্যা মাদক অস্ত্র ও বিষ্ফোরকসহ একাধিক মামলার আসামি যশোর বেজপাড়ার আলোচিত বুনো আসাদ জামিন পাওয়ার পর ফের তাকে একটি আইনপ্রয়োগকারী সংস্থা আটক করে ।

জেল গেট থেকে তাকে আটক করে তাদের ইউনিটের অফিসে রাখা হয়। পরে তাকে যশোর ছেড়ে ঢাকায় যাওয়ার শর্তে তিন ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়।

গত মার্চে অস্ত্রগুলিসহ আসাদুজ্জামান ওরফে বুনো আসাদকে আটক করে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।

এরপর তার পরিবার তিন মাস আইনী লড়াই করে ২৮ জুন তার জামিন করাতে সক্ষম হয়। কিন্তু কিছু জটিলতার কারণে তাকে জেলখানা থেকে বের না করে গত ১ জুলাই প্রক্রিয়া করা হয়। ১ জুলাই পরিবারের লোকজন তাকে রিসিভ করতে জেলখানা যায়। কিন্তু তারা আসাদকে হাতে পাওয়ার আগেই একটি আইন প্রয়োগকারী সংস্থা ফের আটক করে তাকে।

নতুন মামলা দেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়। পরে জানা গেছে, বুনো আসাদ যশোর থাকবেনা, ছাড়া পাবার পরই ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে এই শর্তে ছেড়ে দেওয়া হয়। এরপর তার পরিবার একটি প্রাইভেটকার যোগে ১ জুলাই সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়ে দেয় আসাদকে। কেনই বা তাকে ফের আটক করা হল। আবার কেনইবা ছেড়ে দেওয়া হল, এছাড়া যশোর ছেড়ে ঢাকায় যাওয়ার শর্ত দেওয়া হল কেন এনিয়েও চলছে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা।

Exit mobile version