যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামে রাইস কুকারের ভিতর থেকে দুইটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুরাতন কসবা ফাড়ি পুলিশ।
এঘটনায় দুই ছেলে ও পিতাকে আটক করা করেছে পুলিশ।
সদর উপজেলার পাগলাদাহ গ্রাম থেকে গভীর রাতে অস্ত্রগুলি উদ্ধার ও তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পাগলাদাহ গ্রামের হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মো. জিন্না(৩০)।
শনিবার ২৫ জুলাই এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান পুলিশ সুপার মো আশরাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি।ব্রিফিংএ পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান ও পুরাতন কসবা পুলিশের ইন্সপেক্টর মিজানুর রহমান মৃধার নেতৃত্বে এস আই সুকুমার এএসআই শফিকুল ইসলামের একটি দল পাগলাদাহ গ্রামে হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়।
এসময় তাদের ঘরে রাইস কুকারের ভিতর রাখা অস্ত্র গুলি উদ্ধার করা হয়।
এসময় মহিদুল ইসলাম মুন্না (৩৪), মো.জিন্না (৩০) এবং তাদের পিতা হাসান মোল্লাকে (৫৮)আটক করা হয়।