Site icon দ্বিপ্রহর ডট কম

সরকারি জমিতে অবৈধ ঘর নির্মাণ

যশোর সদরের সতীঘাটা বাজারে সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ ।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের যশোর-চুকনগর সড়কের সতীঘাটা নতুন বাজার সংলগ্ন সড়কের পশ্চিম পাশে সরকারি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কামালপুর গ্রামের নূর ইসলামের ছেলে আসাদ (২৩) ও তার পরিবার।

অভিযোগে হয়েছে সড়কের সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করা ছিল। পাশেই তাদের ক্রয়ক্রিত জমি রয়েছে। কিন্তু আসাদ সীমানা পিলার উঠিয়ে ৮-৯ হাত সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেছেন স্থানীয় এলাকার জনগন নিষেধ করা সত্বে ও কোন নিয়ম -নীতির তোয়াক্কা না করে তার গায়ের জোরে ঘরের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ দিকে সরকারি জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মান করতে না পারে সেই জন্য স্থানীয় এলাকাবাসির পক্ষে একই গ্রামের হৃদয় মুন্সির ছেলে রাকিব হাসান (২৫), রহিম মৃদার ছেলে শাহারিয়া (২৭), মহির সরদারের ছেলে ইলিয়াজ হোসেন (২৬),মৃত বাটো গাজীে ছেলে নুর-ইসলাম (২৭), ওহাবের ছেলে রাজু (২৮), খোকন চৌকিদারের ছেলে জাহাঙ্গীর (৩৮),গত ০৪-০৮-২০২০ ইং তারিখে যশোর সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী ( সওজ) বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে নুর ইসলামের ছেলে আসাদ’র মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান। অনেক দিন আমাদের নাম পত্র-পত্রিকায় আসেনি আপনারা নিউজ করতে চাইলে নিউজ করেন,আমরা সব সাংবাদিকের নামে মানহানি মামলা করবো বলে হুমকি দেয় আসাদ। এ বিষয়ে এলাকার সচেতনমহল দ্রুত সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে জানিয়েছেন ওই এলাকার স্থানীয় সাংবাদিক ইমরান হোসেন মিলন।

Exit mobile version