Site icon দ্বিপ্রহর ডট কম

টোকিওতে আজও করোনায় ১৪৮ নতুন আক্রান্ত

Close up of flu virus

রবিবার টোকিও মেট্রোপলিটন সরকার রাজধানীতে করোনাভাইরাসটির ১৪৮ টি নতুন সংক্রমনের বিষয় নিশ্চিত করেছে।

গত ২৫ আগস্টের পর এটিই প্রথমবারের মতো যে রাজধানীতে দৈনিক সংখ্যা ২০০ এর নিচে নেমেছে। তবে এই সংখ্যাটি টানা ষষ্ঠ দিনের জন্য ১০০ টি শীর্ষে রয়েছে।

টোকিওতে এখনো পর‌্যন্ত করোনা ভাইরাসের পজিটিভ রয়েছে ২০ হাজার ৭১৭ জন।

Exit mobile version