Site icon দ্বিপ্রহর ডট কম

সুস্থতা আল্লাহ পাকের বড় নিয়ামত

আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের না চাইতেই অনেক নিয়ামত দিয়েছেন।

এই নিয়ামতের কথা আল্লাহ পাক স্বরন করতে বলেছেন
সুরা ইমরানের ১০৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, আমি তোমাদের এত পরিমাণ নিয়ামত দিয়েছি যে
তোমরা তা গননা করে শেষ করতে পারবে না।

আসুন আল্লাহ পাকের নিয়ামতের ভেতর থেকে আমাদের শরিলের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে যে নিয়ামত দিয়েছেন সংক্ষিপ্ত ভাবে আলোচনা করি।

৩০ নং পারা সুরা বালাদের ৮ নং আয়াতে আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের চক্ষু দেয়নি অনেকের চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি নাই অনেকের আগে চোখ ছিল ,কিন্তু আল্লাহ পাক দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে তাদের অন্ধ করে দিয়েছেন।

জৈনেক ব্যাক্তি ট্রেনের মধ্যে ভিক্ষা করছে আর কান্না জড়িত কন্ঠে বলছে
আমাকে কিছু সাহায্য করুন যাত্রী ভাইয়েরা আমার কিছু দিন আগেও চোখ ভাল ছিল দেখতে পারতাম আমি বড় একটি কোম্পানির ম্যানেজার ছিলাম ।

হঠাৎ একদিন অফিস থেকে বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে উঠে আমি চোখে সমস্যা বোধ করি, স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিলে তারা আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বলেন । আমার সহায় সম্পত্তি বিক্রি করে বিদেশে গেলাম
কিন্তু বিদেশে গিয়ে চোখ ভাল হয়নি বরং বাকি দৃষ্টি শক্তি চলে যায়। এখন আমি অসহায় নিরুপায় হয়ে ভিক্ষা করছি।

সম্মানিত পাঠক গণ একটু ভাবুন একজন শিক্ষিত ব্যাক্তি একটা কোম্পানির ম্যানেজার ,
আল্লাহ পাক একটা নিয়ামত নিয়ে নেয়ায় সে আজ পথে পথে গাড়িতে ভিক্ষা করছে।

এই জন্যই সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে ,
তাহলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন।

আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি নিয়ামত বাড়িয়ে দিব, যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং জেনে রেখো আমার আজাব বড় কঠিন।

আজ এই পর্যন্তই
ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতের আলোচনা

লেখক মো: আব্দুল্লাহ আল মামুন , সাবেক শিক্ষক কৃষ্ণনগর মাদ্রাসা বাঘারপাড়া যশোর।

Exit mobile version