জাপানে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপানে (বিসিসিআইজে)।
আজ মঙ্গলবার বিকেলে টোকিওর দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাত করেন।
এসময় সংগঠনটির সভাপতি সাকুরা সাবেরসহ উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সলিমুল্লাহ কাজল, সহসভাপতি শহীদুর রহমান হিরু, নবীউল্লাহ আসিফ, মীর মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুতফর রহমান শিপার, পরিচালক আবু হাশেম, পরিচালক কামরুল ইসলাম শিপু, অডিটর পঙ্কজ কুমার দাসসহ কার্যকরী পরিষদের সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, দূতাবাসের লেবার কাউন্সিলর জাকির হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর ড. আরিফুল হকসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।
এসসময় রাষ্ট্রদূতের কাছে বিসিসিআইজে করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতির জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার সে ব্যপারে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এবিষয়ে রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূতও দেশের উন্নয়নে সবাই এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।