বাংলাদেশ ছাত্রলীগ, জাপান শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন রাইসুল ইসলাম রকি।
মঙ্গলবার ২৪ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জাপান শাখা ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রাইসুল ইসলাম রকিকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়।
বর্তমানে জাপান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আছেন রুহুল আমিন মামুন।
জানা গেছে, জাপান ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হাসান সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে উক্ত পদ থেকে অব্যহতি দেওয়া হয়।
উল্লেখ্য, রাইসুল ইসলাম রকি জাপান শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে বর্তমানে জাপানে ইনফরমেশন টেকনোলজিতে অধ্যয়নরত আছেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রাইসুল ইসলাম রকি জাপান শাখা ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য সকলের সহোযোগীতা কামনা করেন এবং তার উপর বিশ্বাস রাখে দায়িত্ব অর্পণ করার জন্য বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ জানান।