শিক্ষা- শান্তি-প্রগতির স্লোগান নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখা।
রবিবার বিকেলে এ উপলক্ষে জাপানের টোকিওতে এক আলোচনা সভা ও কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম রকি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাপানে করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান স্বল্প পরিসরে করা হয় এবং ভার্চুয়াল আলোচনা সভারও ব্যবস্থা করা হয়। ভার্চুয়াল আলোচনায় জাপান আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহসভাপতি বশির আহমেদ, কামরুল রাকিব, তানজিম হোসেন, মাসুম হোসেন, তরিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় ফকির, নাঈম সরকার, দেব বিশ্ব, রাহ সোহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ শিকদার, আহসান গাজী, মো: আল-আমিন ছাড়াও আদি, জাহির, রুহুল, সুমনসহ আরও অনেকে।