Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে মাতৃভাষা দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে জাপানেও স্মরণ করলো জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের, যাঁরা মাতৃভাষা বাংলার জন্য দিয়ে গেছে অকাতরে প্রাণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জাপানে বসবাসরত বাংলাদেশিরা।

রবিবার রাজধানী টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে বাংলা ভাষা রক্ষা করতে যারা শহীদ হয়েছিলেন তাঁদের সম্মানে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এতে বাংলা ভাষাবাসী মানুষের পাশাপাশি জাপানী নাগরিকরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে।

নিশিগুচি পার্কে ভোর থেকে শত শত মানুষ হাজারো ব্যস্ততার মাঝে ছুটে আসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাপানে অবস্থিত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়া বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেও সবার শতস্ফুর্ত অংশগ্রহণ দিবসটি পালন করে।

২১/০২/ ২০২১, টোকিও,

Exit mobile version