Site icon দ্বিপ্রহর ডট কম

জাপান ছাত্রলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাপানে পালন করা হয় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী।

গত ২৮ মার্চ, ২০২১ এ উপলক্ষে রাজধানী টোকিও থেকে ৫০০ কিলোমিটার দূরে নাগোয়া শহরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাপান ছাত্রলীগ নাগোয়ো শাখা। এতে জাপান কেন্দ্রীয় ছাত্রলীগসহ টোকিও থেকে ১৩ সদস্যের এক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশে ধর্মের নামে যারা তাণ্ডব চালিয়েছে, তাদের প্রতি তীব্র প্রতিবাদ করে। পাশাপাশি বিরোধী শক্তি যাতে মাথা চাড়া দিয়ে না দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।

জাপান ছাত্রলীগ নাগোয়া শাখা’র সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগোয়া আওয়ামিলীগের উপদেষ্টাড:খন্দকার মিজানুর রহমান, শাহিন উদ্দিন, নাগোয়া আওয়ামীলিগ নেতা শারিফুল ইসলাম সুমন, ড:শরীফ কাদরী, জুবায়ের বাপ্পি, জাপান কৃষকলীগের সভাপতি সোহেল রানা, জাপান যুবলীগের সাংগনিক সম্পাদক এইচ এন আশিকুর রহমান সবুজ জাপান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাইসুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি বশির আহমেদ, মাসুম হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক নাঈম সরকার, দেব বিশ্বজিৎ, রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক হাফিজ শিকদার এবং ছাত্রলীগ কর্মী মুমিনুল ইসলাম শাওন ও জহির।

৩০/০৩/ ২০২১, টোকিও,

Exit mobile version