Site icon দ্বিপ্রহর ডট কম

কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে কুমিল্লার ১৭ উপজেলায় ঈদ উপহার বিতরণ

প্রতি বারের মত এবারও জাপানের কুমিল্লা সোসাইটি কর্তৃক “মাহে রমজানের উপহার” ২০২১ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সুষ্ঠু ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে ।

কুমিল্লা সোসাইটি জাপান কর্তৃক ১৭ উপজেলা: কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সদর (দ:), চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগন্জ, বরুড়া, লালমাই, বুড়িচং, ব্রাক্ষণপাড়া, মুরাদনগর, দেবীদ্বার, চান্দিনা, দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা “মাহে রমজানের উপহার” ২০২১ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী সুষ্ঠ ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে।


নবনির্বাচিত ২০২১ সালের কুমিল্লা সোসাইটি ইন জাপানের সভাপতি (বশির আহাম্মেদ), সাধারন সম্পাদক (মো: সাহিদুর রহমান সাইদ ) ও সাংগঠনিক সম্পাদক ( হুমায়ুন কবীর ) ও জাপানস্থ কুমিল্লা সোসাইটি এর সকল সদস্যদের অনুদানের টাকা দিয়ে কুমিল্লা জেলার ১৭টি থানার সুবিধা বঞ্চিত ৭০০ টির ও বেশি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিশেষ করে কুমিল্লা সোসাইটি জাপান এর সকল সদস্য এবং বাংলাদেশে অবস্থিত কুমিল্লা’র যে সকল ভাই ও বোনেরা অনুদান বিতরণে সহযোগিতা করেছেন তাদেরকে কুমিল্লা সোসাইটি এর উপদেষ্টারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও কুমিল্লা সোসাইটির পক্ষ থেকে হিগাশীজুজু মসজিদে সচারাচর আগত স্থানীয় রোজদার মুসল্লীদের মাঝে ইফতার
বিতরণ করা হয়েছে।

Exit mobile version