Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে কুমিল্লা সোসাইটির মিলন মেলা উদযাপন

জাপানে বসবাসরত প্রায় ১ হাজান ২শত বাংলাদেশিদের নিয়ে মিলন মেলার আয়োজন করেছে কুমিল্লা সোসাইটি, জাপান।

গত রবিবার রাজধানী টোকিওর তোনারি পার্কে এ মিলন মেলার আয়োজন করে চতুর্থবারের মতো নবগঠিত কমিটি।

সকাল ১১টা থেকে টোকিওসহ সায়তামা, চিবা, গুন্মা, ইবারাকি ও এর আশেপাশের শহর থেকে মানুষ পার্কে জমায়েত হতে শুরু করে। দুপুর ২টার সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পার্ক।

আগত অতিথিদের সাদরে অভ্যর্থনা জানায় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র সদস্যরা। এময় নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আগত অতিথি, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন।

আনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন দেশিয় খাবার এবং ফল পরিবশন করা হয়। পাশাপাশি বাচ্চাদের জন্য খেলা প্রতিযোগতা ও পুরস্কার দেওয়া হয়। মহিলাদের জন্য বালিশ খেলা প্রতিযোগিতা ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি পুরুষদের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলে বিকেল পাচটা পর্যন্ত। অনুষ্ঠান অনেক উপভোগ্য ছিল বলে আগত অতিথিরা জানান।

অনুষ্ঠান শেষে মিলন মেলায় অংশগ্রহণ করে কুমিল্লা সোসাইটির অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য সবাই আন্তরিক ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি লুতফর রহমান শিপার এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভুইয়া।

Exit mobile version