Site icon দ্বিপ্রহর ডট কম

সেপ্টেম্বর থেকে ঢাকা-টোকিও সরাসরি বিমান চলবে

আগামী ১ সেপ্টেম্বর বহু প্রতিক্ষিত ঢাকা-টোকিও রুটে সরাসরি বাংলাদেশ বিমান চালু হতে যাচ্ছে।

গত ২০ জুলাই বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোম্পানীর মহাব্যবস্থাপক (মার্কেটিং) মোহাম্মদ সালাহ্ উদ্দিন জাপানে এক মত বিনিময় সভায় এটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাপান (বিসিসিআইজে) সিন-মিসাতো বঙ্গকারি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করে।

উপস্থিত বিসিসিআইজে’র সভাপতি বাদল চাকলাদার-সাধারণ সম্পাদক নাসিরুল হাকিমসহ অন্যান্য সদস্যদের সাথে প্রাণবন্ত আলাপ-আলোচনা হয়।

এসময় মোহাম্মদ সালাহ্ উদ্দিন জানান, কোনো দেশ ভায়া হয়ে নয়, বাংলাদেশ বিমানের সপ্তাহে সরাসরি তিনটি ফ্লাইট ঢাকা-টোকিও রুটে চলাচল করবে। এছাড়া সর্বোচ্চ সুযোগ-সুবিধার কথা উল্লেখ করেন তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপকের কথায় উপস্থিত সবাই এমন সিদ্ধান্তের জন্য জাপান প্রবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

Exit mobile version