জাপানে জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে তেইশতম বৈশাখী মেলা ১৪৩১ ও কারি ফেস্টিভ্যাল।
রোববার রাজধানী টোকিওর প্রাণকেন্দ্র ইকেবুকুরো নিশিগুচি পার্কে বাংলাদেশিদের আয়োজনে দিনব্যাপী এ মেলায় প্রবাসী বাঙ্গালীদের মিলনমেলায় পরিণত হয়।
নতুন বছরকে বরণ করতে ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা এ মেলায় অংশগ্রহণ করে। শুধু প্রবাসীরাই নয়, এ মেলায় স্থানীয় জাপানি অতিথি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা স্বত্ব্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
বিভিন্ন নাচে-গানে দিনভর মাতিয়ে তোলে জাপানে অবস্থিত বিভিন্ন কালচারাল সংগঠনের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত কণ্ঠ শিল্পী বেবি নাজনীন। মেলায় উপস্থিত ব্যাক্তিরা বাংলা খাবারের বাহারি স্টলসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আনন্দ-উচ্ছাসে মেতে উঠে দর্শনার্থীরা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়। এরপর উন্মুক্ত অনুষ্ঠান, জাপানি অনুষ্ঠান, ভিআইপি অতিথিদের অভ্যর্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়।
এ বছর মেলার পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ দূতাবাস, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং টোকিও মেট্রোপলিটন সরকার।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন তোশিমা সিটি মেয়র মিয়ুকি তাকাগিওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসুহিরো শিনতো, জাপান-বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক হিরোয়ুকি সাকুরাই এবং আয়োজক সংগঠন জেবিএসের চেয়ারম্যান ওসামু ওৎসুবো।
এ বছর অতিথি শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
মেলায় বড়দের উন্মুক্ত অনুষ্ঠান, ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, আবৃত্তি, অভিনয়, কৌতুক ইত্যাদি। বাংলা নববর্ষ উপলক্ষে জাপানি নৃত্যদল কর্তৃক নৃত্য পরিবেশন জাপানে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের স্টলে নিজেদের পণ্য নিয়ে হাজির হয়।
আব্দুল্লাহ আল মামুন/২২ এপ্রিল-২০২৪/জাপান, টোকিও।