Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে কুমিল্লা সোসাইটির ইফতার মাহফিল

হাজারো বাংলাদেশিদের সমাগমে ইফতার ও দোয়া মাহফিল শেষ করেছে কুমিল্লা সোসাইটি জাপান।

গতকাল রবিবার রাজধানী টোকিওর একটি হলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে টোকিও এবং এর আশেপাশের বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত হয়েছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। উপস্থিত ছিলেন, দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক বাংলাদেশি।

সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির সভাপতি লুতফর রহমান শিপার বলেন, কষ্ট করে এই শীতের মধ্যে সবাইর স্বত্বস্ফুর্ত অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ।

তিনি বলেন, উপস্থিত সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজন করতে পারি। পাশাপাশি আমাদের সীমাবদ্ধতা বা ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভবিষ্যতে যাতে কুমিল্লা সোসাইটি বাংলাদেশের যেকোনো দূর্যোগ মোকাবেলায় কাজ করতে পারে সেজন্য সোসাইটির একত্ববোধ বিশেষ প্রয়োজন। আমরা একে অপরের কাধে-কাধ মিলিয়ে কাজ করতে চাই। সাম্প্রতিক সময়ের বাংলাদেশের বন্যায় যেভাবে কাজ করেছি, সেভাবে কাজ করতে চাই।

দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী মানুষ অংশগ্রহণ বিদেশের মাটিতে বাংলাদেশিদের বন্ধন আরো শক্তিশালী করেছে বলেও মনে করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তারসহ সম্মানিত উপদেষ্টা কাওসার আলম ভূঁইয়া, নাজমুল ভূঁইয়া, সিরাজুল ইসলাম, বদিউল হক, গিয়াসউদ্দীন, ডাঃ মিলন, কাজী শাহীন এবং কাজী মারুফ প্রমুখ ।

Exit mobile version