Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানের মিসাতো সিটিতে বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জাপানের সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বৈশাখী মেলা জাপান ১৪৩২’।

১৩ এপ্রিল, টোকিওর অদূরে মিসাতো সিটির চুও এলাকার নিওদোরি পার্কে আয়োজিত এ মেলাটি প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ নেয়। বৈশাখী মেলাকে ঘিরে ছিল নানা আয়োজন।

মেলার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের জনপ্রিয় প্লেব্যাক সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন। তাঁর সুরেলা পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এছাড়াও মেলায় গান পরিবেশন করেন ক্লোজআপ খ্যাত গায়িকা নীলিমা শশী এবং স্থানীয় স্বরলিপি ও উত্তরণ শিল্পী গোষ্ঠী।

মেলার আয়োজন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার। মেলাটি বাস্তবায়নে ৫৩টি বিভিন্ন কোম্পানি স্পন্সর করে আয়োজকদের সহযোগিতা করেছেন। মেলায় ছিল বাহারি বাঙালি খাবার, ঐতিহ্যবাহী পোশাকের স্টল, এবং নানান সাংস্কৃতিক পরিবেশনা। বৈশাখী মেলার বর্ণিলতা যেন প্রবাসেও এনে দিলো এক টুকরো বাংলাদেশের ছোঁয়া। দিবসজুড়ে চলা প্রবল বর্ষণের মধ্যেও মেলাকে সফল করে তোলার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আয়োজক কমিটি তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছে।

একই সঙ্গে তারা ধন্যবাদ জানিয়েছেন সেইসব অতিথি ও দর্শকদের, যারা পরিবার-পরিজন নিয়ে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত থেকে মেলাকে সফল ও প্রাণবন্ত করে তুলেছেন।

আয়োজকরা জানান, “সল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে এক বহুমাত্রিক ও সার্বজনীন উৎসবে রূপ নেয় এই মেলা। এটি ছিল কিছু সমমনোস্ক হৃদয়ের এক মহৎ প্রয়াস। আমাদের প্রথম প্রয়াসে হয়তো কিছু ত্রুটি ছিল, তবে আপনাদের ভালোবাসা ও সহানুভূতিই আমাদের মূল প্রাপ্তি।” পরিশেষে, আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়—এই ঐক্য, অংশগ্রহণ আর উচ্ছ্বাসই ভবিষ্যতের প্রতিটি আয়োজনকে আরও সফল করে তুলবে, এমনটাই তাঁদের প্রত্যাশা।

Exit mobile version