Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে অষ্টম নবান্ন উৎসব উদযাপন

হেমন্তকে বরণ করে নিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী অষ্টম নবান্ন উৎসব পালন করেছে সূর্যোদয়ের দেশ
জাপানে।

গত ১৬ নভেম্বর রোববার বিকেলে রাজধানী টোকিওতে গ্রেটার খুলনা কমিউনিটির উদ্যোগে এ নবান্ন উৎসব আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের মহিলা সদস্যদের সহযোগিতায় প্রায় ৩হাজারের মতো নানা রকম সুস্বাদু পিঠা এবং দেশিয় খাবার পরিবেশনের পাশাপাশি নাচে-গানে মাতিয়ে তোলে উৎসবটি।

পাশাপাশি বৃহত্তর খুলনার শিল্পীরা নাচে-গানে মাতিয়ে তোলেন উৎসবটি। পরিবেশিত হয় খুলনার একাধিক আঞ্চলিক গানও। এছাড়াও জাপানের ব্যান্ড দল মাদল এবং উত্তরণ কালচারাল গ্রুপ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন।

কাউছার হাসান লাইজু এবং তামান্না সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

কমিউনিটির সবাই শতস্ফুর্ত অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান সংগঠনটির সভাপতি জাকির হোসেন
জোয়ার্দার এবং সাধারণ সম্পাদক তফসির আহমেদ তুহিন।

জাপানে বসবাসরত বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৭নভেম্বর ২০২৫/জাপান, টোকিও

Exit mobile version