চৌচৌধুরী মোঃ রবিউল ইসলামকে সভাপতি, মোঃ আশিকুল ইসলাম রাজিবকে সাধারণ সম্পাদক এবং আমজাদ হোসেন মিতুলকে সাংগঠনিক সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের দুই বছর মেয়াদি (২০২৫–২০২৭) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

“ব্রাহ্মণবাড়িয়া থেকে জাপান— লক্ষ্য এক, বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিকতার প্রতিশ্রুতি” এই স্লোগানকে ধারণ করে জাপানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গঠিত সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান-এর দুই বছর মেয়াদি ২০২৫–২০২৭ সময়কালের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে প্রবাসে অবস্থানরত অভিজ্ঞ, দায়িত্বশীল ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে প্রবাসে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটি প্রবাসে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করা, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং মাতৃভূমির সঙ্গে সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান-এর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল কার্যনির্বাহী সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফল ও গতিশীল করতে সকলের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করা হয়।
নিচের লিংকে কমিটির পূর্ণাঙ্গ নাম এবং পদবী দেওয়া হয়েছে: